20 C
Dhaka
Saturday, January 18, 2025

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নতুন বাংলাদেশে সাফল্যের দুই বছর এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য দেন দৈনিক কালবেলার পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

আরো পড়ুন  কুয়‌াকাটায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সভায় বক্তারা দৈনিক কালবেলার সাফল্য কামনা করে বলেন, গত দুই বছরে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করে দেশকে আরো সমৃদ্ধশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তরা। পরে দৈনিক কালবেলার সাফল্যর দুই বছর উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ম্লান করে দিচ্ছে : কাদের গনি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, এখন টিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা যুবদলে সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু, পরিবেশ আন্দোলন বাপার জেলা সাধারণ সম্পাদক ও জাসদ নেতা আজহারুল ইসলাম জুয়েল।

পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রতিনিধি সফিকুল আলম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ।

আরো পড়ুন  অবমাননা: বিএনপিপন্থি ৭ আইনজীবীকে অব্যাহতি

সর্বশেষ সংবাদ