28 C
Dhaka
Friday, November 22, 2024

‘আ.লীগ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল’

বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল। তাদের পরিবারের সদস্যদের নামে জাতীয় দিবস ঘোষণা করেছিল। বাংলাদেশ যেন তাদের পৈতৃক সম্পত্তি। তারা যেমন খুশি তেমনভাবে পরিচালনা করবেন বলে মন্তব্য করেছেন কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন পাটোয়ারী।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ফেনীতে কুইজ প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন  মুন্সিগঞ্জে কারখানা থেকে নিরাপত্তাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

তিনি বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী, এমপিরা এমন ভাব দেখিয়েছিল তারা যেন আজীবন ক্ষমতায় থাকবে।

এদিন ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন কৃতি শিক্ষার্থী এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত ও সংবর্ধনা প্রদান করা হয়।

আরো পড়ুন  সাংবাদিক তুরাব হত্যা মামলায় মুক্তিযোদ্ধা লীগ নেতা গ্রেপ্তার

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেনী আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ রেদওয়ান, ফেনী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মেহেদী হাসান মেশকাত, সাংবাদিক নুর নবী জীবন, শাহআলম বাবুল পাটোয়ারী, আব্দুল আহাদ ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ছরফরাজ জাহান শাকিব।

সর্বশেষ সংবাদ