19 C
Dhaka
Thursday, December 12, 2024

আমুকে ‘লবণ চোর’ মানলেই লবণ উপহার

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুকে ‘লবণ চোর’ বলে মানলেই উপহার হিসেবে মিলছে এককেজি করে লবণ।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর পোড়া ও পরিত্যক্ত বাড়ির সামনে ব্যতিক্রমী এ আয়োজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জানা যায়, প্রধান ফটকে আমুর ছবি দিয়ে লবণ রাখা হয়েছে। পথচারীরা ছবি ও লবণ দেখে ‘আমু লবণ চোর’ বলে স্বীকৃতি দিলেই এককেজি পরিমাণের এক প্যাকেট লবণ উপহার দেওয়া হচ্ছে।

আরো পড়ুন  ‘চক্রান্ত হয়, মোকাবিলা করে বেরিয়ে আসি’
সর্বশেষ সংবাদ