33 C
Dhaka
Tuesday, October 22, 2024

যানজট থেকে বাঁচতে নিজেই বানিয়ে ফেললেন গাড়ি

রাস্তায় বের হলেই যানজট। চলার জো নেই একেবারে। আর তাই বিরক্ত হয়ে বানিয়ে ফেললেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম গাড়ি।

যানজটে প্রায় স্থবির হয় চীনের সাংহাইয়ের সড়ক। তাই ব্যস্ত সড়কে চলার উপযোগী করে একটি গাড়ি বানিয়েছেন ৬০ বছর বয়সী উদ্ভাবক শু ঝিউন।

বিশ্বের ক্ষুদ্রতম এই গাড়ির দৈর্ঘ্য মাত্র ৬০ সেন্টিমিটার বা ২৩ ইঞ্চি, প্রস্থ ৩৫ সেন্টিমিটার বা ১৩ ইঞ্চি ও উচ্চতা ৪০ সেন্টিমিটার বা ১৫ ইঞ্চি। দুই বছর ব্যয় করে এই গাড়ি বানিয়েছেন ঝিউন। গাড়িটিতে বানাতে তার খরচ হয়েছে ১ হাজার ৫০০ ইউয়ান বা বর্তমান বাজারমূল্যে ২৫ হাজার টাকার বেশি।

আরো পড়ুন  নারীকে জীবন্ত গিলে খেলো সাপ, বের করা হলো পেট কেটে

ঝিউনের তৈরি করা এই গাড়িতে একটি ইঞ্জিন, অ্যাকসেলেরেটর, ব্রেকিং ডিভাইস ও গিয়ার সিস্টেম রয়েছে। যে কোনো স্বাভাবিক গাড়ির মতোই চলতে সক্ষম ঝিউনের এই গাড়িটি। অনন্য এই গাড়িতে একটি সাউন্ড সিস্টেমও রয়েছে, যেখানে ৫০০টি গান সংরক্ষণ করা যায়।

সর্বশেষ সংবাদ