24 C
Dhaka
Thursday, November 21, 2024

শহীদ হৃদয়ের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয় আহমেদের বাবা মো. রাজু আহমেদের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

আরো পড়ুন  ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থীর সবাই ফেল, প্রধান শিক্ষককে শোকজ

ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম।

আরো পড়ুন  রূপগঞ্জে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের ছাতার দিঘী গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।

সর্বশেষ সংবাদ