30 C
Dhaka
Tuesday, October 22, 2024

মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তারেক রহমানের বার্তা : যুবদল সভাপতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে দেশের আনাচে-কানাচে ঘুরছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। নেতাকর্মীদের প্রতি তার আহ্বান, আপনারা কেউ অসাংগঠনিক কার্যক্রমে জড়িত হবেন না। কোনো মোটরসাইকেল মহড়া দিবেন না, মানুষ ভীত হয় এমন কোনো কাজ করবেন না। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা। আপনারা এটা মেনে চললে, তারেক রহমান যে কাজে আমাদের পাঠিয়েছেন- সেটার সার্থকতা আমরা পাব।

আরো পড়ুন  ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা : বিবৃতিতে যা জানালো জামায়াতে ইসলামী

সোমবার (২১ অক্টোবর) দিনব্যাপী যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বেনাপোলে এক পথসভায় এসব কথা বলেন মোনায়েম মুন্না।

যুবদল সভাপতি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কেউ অন্যায় করে পার পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রতিনিয়ত দেশের খোঁজখবর রাখছেন- আমরা কী করছি, আপনারা কী করছেন। আমরাও প্রতিনিয়ত খোঁজখবর রাখছি। কোথাও কোনো সমস্যা থাকলে সেটার সমাধান করার চেষ্টা করি।

আরো পড়ুন  কোটা আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি

তিনি বলেন, আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আওয়ামী লীগ এবং তাদের নেতাদের গুণ্ডামিতে দেশ অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সাড়ে ১৫ বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি এমন রাজনৈতিক দল যারা জনগণের কথা বলে, জনগণের জন্য রাজপথে ছিল।

এলাকাবাসীর উদ্দেশে মোনায়েম মুন্না বলেন, আপনাদের এই এলাকায় এমপি ছিলেন আফিল উদ্দিন। তিনি গুণ্ডাতন্ত্রের সব কিছুই এখানে কায়েম করেছিলেন। আজকে তিনি পলাতক। একটা কথা সাফ জানিয়ে দিতে চাই, বিএনপিতে কোনো গুণ্ডাতন্ত্রের স্থান নেই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। তারেক রহমানের সে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আপনাদেরও (নেতাকর্মী) সেভাবে কাজ করতে হবে।

আরো পড়ুন  হেফাজতের ঢাকা মহানগর কমিটি গঠন : সভাপতি হাবীব, সম্পাদক মামুনুল হক

এ সময় যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ