30 C
Dhaka
Tuesday, November 5, 2024

মেঘনায় দুগ্রুপের সংঘর্ষে বাবলা ডাকাত নিহত 

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ডাকাত গ্রুপের সংঘর্ষে কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা ডাকাত ওরফে উজ্জ্বল খালাসি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চরে এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কুখ্যাত নৌ-ডাকাত বাবলার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিহত বাবলা ডাকাত মেঘনা নদীর বিস্তৃত এলাকায় জুলুম-অত্যাচারে ডাকাতির রাজত্ব সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে। সে গজারিয়া, মতলব, চাঁদপুর এলাকার আতঙ্ক ছিল।

আরো পড়ুন  চোরাই পথে আসা একই রকম অন্য ছাগলের দাম কত?

সর্বশেষ সংবাদ