17 C
Dhaka
Sunday, January 19, 2025

গাজার রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরাইলি বাহিনী।

মঙ্গলবার (৭ মে) সকালে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “এই মুহুর্তে গাজার রাফা ক্রসিংয়ের ‘অপারেশনাল’ নিয়ন্ত্রণ আমাদের হাতে। এবং আমাদের বিশেষ বাহিনী ক্রসিং ‘স্ক্যান’ করছে। আগামী কয়েক ঘণ্টা তা চলবে।”

মঙ্গলবার গাজা সীমান্ত কর্তৃপক্ষের মুখপাত্র নিশ্চিত করেন, রাফা ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর ট্যাঙ্কের উপস্থিতি দেখেছেন তারা। আর ওই অঞ্চলের ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে।

আরো পড়ুন  যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন বাইডেন

এর আগে সোমবার (৬ মে) রাতে হামাস নেতারা ঘোষণা দেন, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মেনে নিয়েছেন তারা। কিন্তু ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবনায় তাদের প্রধান দাবিগুলো পূরণ করার কথা বলা নেই। তারপরও আরও আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানায় ইসরাইল।

কায়রোতে অব্যাহত আলোচনা একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশা জাগিয়েছে। যাতে সাত মাস ধরে চলা যুদ্ধে বিরতি আসে।

আরো পড়ুন  অনলাইন অর্ডারের পার্সেল খুলতেই বেরিয়ে এলো বিষধর সাপ (ভিডিও)

মিসরের সীমান্তবর্তী গাজার রাফা ক্রসিংটি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ইসরাইলের রাফা ক্রসিং দখলে নেয়ার ফলে সেখানে আশ্রয় নেয়া লাখো ফিলিস্তিনির বিষয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সর্বশেষ সংবাদ