28 C
Dhaka
Saturday, June 22, 2024

রাফায় হামাসের সুড়ঙ্গে ঢুকতেই বিস্ফোরণ, ইসরাইলের ২ সেনা নিহত

ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে দুইজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও চার সেনা।

শনিবার (১৮ মে) এই হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরাইলের।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত দুই সেনা হলেন- স্টাফ সার্জেন্ট ন্যাচম্যান মেইর হাইম ভাকনিন (২০) ও স্টাফ সার্জেন্ট নোয়াম বিটান (২০)। তারা দুজনই গিভাতি ব্রিগেডের সদস্য ছিলেন।

আরো পড়ুন  কাবা তাওয়াফের পর স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, এর আগে যা বলেছিলেন

প্রতিবেদনে আরও বলা হয়, তারা রাফায় হামাসের একটি সুড়ঙ্গের ভেতর ঢোকে। তবে ওই সুড়ঙ্গের ভেতর বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা। সেনারা সুড়ঙ্গের ভেতর প্রবেশ করা মাত্রই সেখানে বিস্ফোরণ হয়।

তাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফের স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা বেড়ে ২৮২ জনে দাঁড়ালো।

সুড়ঙ্গে ওই বিস্ফোরণের ঘটনায় ইসরাইলি বাহিনীর আরও দুই সদস্য ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ইসরাইলের একটি বুলডোজারে রকেট হামলায় দেশটির আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর।

আরো পড়ুন  ইরানে ৪৭ বিশেষজ্ঞ উদ্ধারকারীকে পাঠাচ্ছে রাশিয়া

এর আগে গত ১৫ মে উত্তর গাজার জাবালিয়ায় ভুলবশত ‘শত্রু’ ভেবে নিজেদের পাঁচ সেনাকে হত্যা করে ইসরাইল। এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরও সাতজন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই প্যারাট্রুপারস ব্রিগেডের ২০২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

সর্বশেষ সংবাদ