27 C
Dhaka
Saturday, September 14, 2024

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদ বাবু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন বছরের শিশু সাদ বাবু ওই গ্রামের হাবিব-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়িতে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সাদ বাবু বাইরে খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ি পিছনে পুকুরের পানিতে সাদ বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

আরো পড়ুন  খুতবায় আ.লীগের জুলুম-নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেল ইমামের

বিষয়টি নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদের মেম্বার (সদস্য) মো. তহিদুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার বলে মনে করেন তিনি।

সর্বশেষ সংবাদ