26 C
Dhaka
Friday, December 6, 2024

বিস্কুট খেয়ে প্রাণ গেল ২ বোনের, আরেক কিশোর চিকিৎসাধীন

নওগাঁয় বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়ে খাদিজা (৬) ও তাবাসসুম (৮ মাস) নামের ২ বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মইন ইসলাম (১৬) নামে আরেক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে।

আরো পড়ুন  অন্তরঙ্গ অবস্থায় ধরা প্রধান শিক্ষক, গাছের সঙ্গে বেঁধে গণধোলাই

শিশু দুটির মৃত্যুর বিষয়টি রাত সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।

মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। আর অসুস্থ মইন একই গ্রামের পাইলটের ছেলে।

ওসি জাহিদুল হক জানান, বিস্কুট খাওযার পর অসুস্থ হয়ে শিশু দুটির মৃত্যুর ঘটনা শুনেছি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন  পার্টির কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুই বন্ধু, এরপর যা ঘটল

শিশুর চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে খাদিজার মৃত্যু হয়।

আরো পড়ুন  চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট নিহত
সর্বশেষ সংবাদ