29 C
Dhaka
Thursday, November 21, 2024

বউ নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

বউকে নিয়ে ভারতে অনুপ্রবেশের সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

শনিবার (১৯ অক্টোবর) কয়া সীমান্তের ২৮১/৪৯ নম্বর পিলারের কাছ থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, শরীফ আহাম্মেদ (২৮) ও তার স্ত্রী লাভলী খাতুন (২০)। তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

আরো পড়ুন  শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জানা গেছে, বিজিবি সদস্যরা কয়া সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে দুজন নারী-পুরুষকে দেখতে পেয়ে আটক করা হয়। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। শরীফ আহাম্মেদের মামার বাড়ি ভারতে। মামাকে তার নতুন বউ দেখাতে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন। দালালের কথামতো ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন তারা।

আরো পড়ুন  কসবায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন | কালবেলা

বিজিবির কয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. নাঈমুল ইসলাম বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় আটক ওই দম্পতিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। শরীফ আহাম্মেদের মামার বাড়ি ভারতে। তিনি তার স্ত্রীকে নিয়ে দালালের মাধ্যমে কয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।

পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক স্বামী-স্ত্রীকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (২০ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন  আট শিক্ষকের মাদ্রাসায় দুই পরীক্ষার্থী, তারাও ফেল!

সর্বশেষ সংবাদ