28 C
Dhaka
Monday, July 1, 2024

নীরব বয়কট আবার সরব, কোকা-কোলার বিজ্ঞাপন নিয়ে থামছে না সমালোচনা

ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরায়েলিদের বসতি স্থাপনে সহয়তা করছে, এমন কোম্পানির পণ্য দীর্ঘদিন ধরে বয়কট চলছে বিশ্বের অনেক দেশে। গেল ৭ অক্টোবর ইসরায়েল আগ্রাসন শুরু করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। ফলে পণ্য বয়কট আন্দোলন আরও জোরালো হয়। বয়কটের মধ্যে রয়েছে বিভিন্ন খাদ্য পণ্য, কোমল পানীয়, প্রসাধনী, পোশাক এবং জুতার ব্র্যান্ড, রেস্তোরাঁর চেইন, ক্যাফে ও সুপারমার্কেট।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশিরাও কোকাকোলা, পেপসি, এ্যাকুয়াফিনা ও কিনলে কোমল পানীয় বয়কট করছে। যদিও এসব কোম্পানির মালিক সরাসরি ইসরায়েল নয়। তবে প্রত্যেকটিতে ইসরায়েলের বিশাল বিনিয়োগ আছে। জানা যায়, কোকাকোলা আমেরিকায় নিবন্ধিত একটি পাবলিক লিমিটেড কোম্পানি। যার প্রধান তিন স্টক হোল্ডার হচ্ছে, বার্কশায়ার হ্যাথওয়ে ইনক (Berkshire Hathaway Inc), ভ্যানগার্ড গ্রুপ (Vanguard Group) ও ব্লাকরক (Blackrock)। বিশেষ করে ভ্যানগার্ড ইসরায়েলের সমরাস্ত্র খাতের সবচেয়ে বড় বিনিয়োগকারীদের একটি।

বর্তমানে বয়কট নিয়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যেখানে বয়কট করা পণ্যগুলো তালিকাভুক্ত থাকে। যাতে ক্রেতাদের পক্ষে তা শনাক্ত করা সহজ হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মধ্যে যারা বয়কটকে সমর্থন করে তারা বিভিন্ন বিকল্প পণ্যের তালিকাও প্রচার করছে।

আরো পড়ুন  ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী : মেয়র তাপস

বয়কটের কারণে গেলো কয়েক মাস ধরে বাংলাদেশে কোকাকোলার মার্কেট অনেকটা নিম্নমুখী। এ অবস্থায় সম্প্রতি কোকাকোলা একটি একটি বিজ্ঞাপন বানিয়েছে। যা নেট দুনিয়ায় বিস্তর আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিজ্ঞাপনে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশে কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়। তবে এ বিজ্ঞাপনের ফলে বয়কটের মাত্রা আরও বেড়ে যায়। নেটিজেনরা একযুগে ফেসবুসসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকোলা বয়কটের তুমুল আলোচনা শুরু করেন। জোরালোভাবে শুধু পানীয়টিই নয়, এবার এ বয়কটের সঙ্গে যোগ হয়েছে বিজ্ঞাপনে অভিনয় করা অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা এবং নির্মাতা অমিকে।

এ বিষয়ে পরিচালক অমি বলেন, ‘পানীয়টির বিজ্ঞাপন আমি তৈরি করিনি। বিজ্ঞাপনটিতে জীবন ভাই ও শিমুলকে দেখে দর্শকরা ধরে নিয়েছেন এটি আমি বানিয়েছি। এটা ভুল ধারণা।’

অভিনেতা শরাফ আহমেদ জীবন তার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন, ‘তিনি ইসরায়েলের পক্ষে কোন কাজ করেননি। একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে তিনি সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।’

আরো পড়ুন  নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম,এস,আর টেন্ডার দাখিল

অভিনেতা শিমুল শর্মা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি শিমুল শর্মা। যদি ও পরিচয় দেবার মত একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি। কারণ, একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’

বিষয়টি নিয়ে ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে বলেছেন, ‘আসছে ঈদুল আজহা। এদিনকে কেন্দ্র করে বিভিন্ন পণ্য তাদের প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার কারণে কোমল পানীয় কোকাকোলা বয়কটের ডাক দেয়া হয়েছে। এবার ঈদ চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্য ছাড়াই পালন করুন।’

আরো পড়ুন  ১০ দিনে এলো ৮১ কোটি ডলার রেমিট্যান্স

তিনি আরও বলেন, ‘আপনার ঈদ হোক চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ঈমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য।’

বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ‘কুরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙ্গা হবে।’

তিনি আরও বলেন, ‘যেকোন আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিউতে।’

সর্বশেষ সংবাদ