27 C
Dhaka
Wednesday, October 23, 2024

যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয় : কাদের (ভিডিও)

সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিলো, তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে। এখনও সেটাই করছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় রয়েছে।

রোববার (১৬ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন  ময়মনসিংহে বন্যাদুর্গতদের মাঝে বিএনপি নেতা প্রিন্সের ত্রাণ বিতরণ

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকার নয়, আরাকান বাহিনী গুলি করেছে। আমরা সতর্ক আছি। ২৪ ঘণ্টাই বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সেন্টমার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন, তা অমলূক নয়। সেটি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে।

মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন, তাতে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের নূন্যতম ধারণা নেই। সরকার এখানে নির্বিকার নয়। এখানে প্ররোচনার কোনো দরকার নেই। যে জাহাজ সেন্টমার্টিনের কাছে ভাসমান ছিলো সেটি এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। সেন্টমার্টিনে খাদ্যবাহী যান নিয়মিত যাওয়া আসা করছে।

আরো পড়ুন  বাংলাদেশে কমছে ভারতের প্রভাব, আঞ্চলিক রাজনীতির নতুন মোড়

তিনি বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে বিএনপি, পরে তাদের জঙ্গি কাজে ব্যবহার করেছে। রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে। আমরা কোনো নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করবো না।

সর্বশেষ সংবাদ