ব্লগিং এর নামে আজকাল ব্যক্তিগত জীবনের অনেক মুহূর্তই শেয়ার করছেন অনেকে। কিন্তু তাই বলে ফুলশয্যার ব্লগ! সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে ৩১ সেকেন্ডের ভিডিওটি। ভারতের এক নবদম্পতির এমন কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে।
এতে দেখা গেছে, এক দম্পতি নিজেদের মধ্যে আলোচনা করছেন ফুলশয্যা নিয়ে। বর কনেকে প্রশ্ন করছেন, কেমন ছিল বিয়ের প্রথম রাত। নববধূও উত্তর দিচ্ছেন। খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়েও কথা বলতে দেখা যায় বরকে। ব্যক্তিগত মুহূর্তে দুজন কথা বলতে থাকেন।
এদিকে ব্যাঙ্গ করে কেউ কেউ বলছেন, আর বাকি কী রইল! সমস্ত ব্যক্তিগত মুহূর্ত ধীরে ধীরে কেমন করে যেন জনসমক্ষে চলে আসতে শুরু করেছে।
অনেকের মতে সমাজে যে পচন ধরে গেছে এই ধরনের ভিডিও তারই প্রমাণ।
কেউ লিখেছেন, এইটুকুই বাকি থাকে কেন। বাকি ভিডিও-ও শেয়ার করে দিলেই হতো।
এমন এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে শেয়ার করা নিয়ে তীব্র আপত্তিই প্রতিফলিত হচ্ছে এই ধরনের মন্তব্যে।
যদিও ব্লগারদের নানা কীর্তিই এর আগে সমালোচিত হয়েছে। অনেক বিষয়কেই ব্লগে তুলে আনতে দেখা গেছে, যা নিন্দিত হয়েছে। কিন্তু এবার এমন এক ভিডিও ভাইরাল হলো, তা যেন ব্যক্তিগত বিষয় পেরিয়ে আরও অনেক দূর চলে গেল।