23 C
Dhaka
Thursday, November 21, 2024

রুপালি গিটার ফেলে ৬ বছর

রুপালি গিটার হাতে সুরের সম্রাট আইয়ুব বাচ্চু নেই আজ ছয় বছর। কিন্তু আছে তার রেখে যাওয়া অসংখ্য কালজয়ী গান। যে গান তাকে শ্রোতাদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।

এদিকে ব্যান্ডের এই কিংবদন্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে একটি ট্রিবিউট দেওয়ার কথা ছিল। ১৮ অক্টোবর ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টে গাওয়ার কথা ছিল নগরবাউল জেমস, হাসানের আর্ক, মাইলস ও দলছুটের। তবে নিরাপত্তার কারণে কনসার্টটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

দেশীয় ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন তিনি।

আরো পড়ুন  ইডির প্রশ্নের মুখে তামান্না ভাটিয়া 

১৯৭৭ সালে তিনি ফিলিংস ব্যান্ডে যোগদান করেন এবং এই দলটির সঙ্গে ১৯৮০ সাল পর্যন্ত কাজ করেছিলেন। একই বছর তিনি জনপ্রিয় রক ব্যান্ড সোলসের প্রধান গিটারবাদক হিসেবে যোগদান করেন। সোলসের সঙ্গে তিনি ১৯৯০ সাল পর্যন্ত কাজ করেছেন।

১৯৯১ সালের ৫ এপ্রিল নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু, যা পরে লাভ রান্স ব্লাইন্ড বা সংক্ষেপে এলআরবি নামে জনপ্রিয়তা লাভ করে। তিনি তার মৃত্যু অবধি ২০১৮ সাল পর্যন্ত ২৭ বছর ধরে ব্যান্ডটির সঙ্গে ছিলেন।

আরো পড়ুন  দ্বিতীয় স্বামী রকিবের কাছে ফিরতে চাইছেন মাহি!

আইয়ুব বাচ্চু তার এই পথচলায় শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। এর মধ্যে রয়েছে ‘চলো বদলে যাই’, ‘হাসতে দেখো’, ‘এখন অনেক রাত’, ‘রুপালি গিটার’, ‘মেয়ে’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সুখের এ পৃথিবী’, ‘ফেরারি মন’, ‘উড়াল দেবো আকাশে’, ‘বাংলাদেশ’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘এক আকাশের তারা’, ‘সেই তারা ভরা রাতে’, ‘কবিতা’, ‘আমি তো প্রেমে পড়িনি, ‘তিন পুরুষ’, ‘যেওনা চলে বন্ধু’, ‘বেলা শেষে ফিরে এসে’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘তিন পুরুষ’সহ অসংখ্য গান।

আরো পড়ুন  হাঙরের আক্রমণে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক। তার প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। এটি ১৯৮৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। তবে সফলতা শুরু হয় দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে।

সর্বশেষ সংবাদ