পঞ্চগড়ের সদর উপজেলা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে জেলার সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া এলাকায় ওই ৬ বাংলাদেশিকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
এ সময় আটক হওয়াদের কাছ থেকে, ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা সোনাসহ বিভিন্ন গহনা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন ডাবরি জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়োর ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।
বিজিবি জানায়, পঞ্চগড়ের সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। পরে অভিযানে চারজন পুরুষ, একজন মহিলা ও এক শিশুসহ মোট ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম অব্যাহত রয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক হওয়ারা জানান, তারা ভারতে অনুপ্রবেশের উদ্দেশে দিনাজপুর জেলার এক দালাল চক্রকে ১ লাখ টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকায় আসেন।