27 C
Dhaka
Wednesday, July 3, 2024

প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ জানিয়ে ফাঁসির আসামির চিঠিতে কী আছে?

নির্জন কারাগারে বসে প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ জানিয়ে চিঠি লিখেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাস। কারাগার থেকে স্ত্রী রিমা বিশ্বাসের মাধ্যমে এ চিঠিটি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন তিনি। ৬ পৃষ্ঠার ওই চিঠিতে ঘুরে ফিরে নিজেকে নিরপরাধ দাবি করেছেন বিকাশ। তিন দিনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ফাঁসি বরণ করে নিতে প্রস্তুত বলেও জানান ওই কয়েদি।

সম্প্রতি বিভিন্ন দফতরে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী রিমা বিশ্বাস। চিঠিটি প্রধান বিচারপতির ওবায়দুল হাসানের কাছেও পাঠানোর কথা জানিয়েছেন তার স্ত্রী।

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাস খুলনা জেলা কারাগারের কনডেম সেলে রয়েছেন।

চিঠিতে বিকাশ চন্দ্র লিখেছেন: ‘একজন ব্যক্তি যখন অথৈই সাগরে পড়ে যান, কোনো কূল-কিনারা পান না, তখন যদি চোখের সামনে একটি পাতা ভাসে, তখন সেই পাতা ধরে বাঁচার চেষ্টা করেন। তদ্রূপ আমি একজন সাগরে পড়ে যাওয়া কূল-কিনারা হারানো পথিক। জানি না আমার এ আর্তনাদ কেউ আমলে নেবেন কি-না। গরিবের চোখের পানি কেউ বুঝতে চায় না। গরিব মানে একটা অভিশপ্ত জীবন। আমার এ আর্তনাদ শোনার মতো কেউ কি নেই? একটি বার উচ্চ আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থাটা করিয়ে দিন। আমাকে একটু দয়া করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, তিনদিন নিজে শুনানি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব।’

আরো পড়ুন  ঈদের ছুটি শেষ, নতুন সূচিতে অফিস

চিঠিতে তিনি আরও লেখেন, ‘আমি কোনোভাবে এ মামলায় জড়িত না। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া মানে শুধু ওই ব্যক্তি নয়, তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া। আমি যদি আমার মামলা নিজেই শুনানি করে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে উচ্চ আদালত যেন আমাকে দ্রুত ফাঁসি কার্যকরের নির্দেশ দেন।’

এ বিষয়ে বিকাশের স্ত্রী রিমা বিশ্বাস সময় সংবাদকে বলেন, ‘কোর্ট থেকে জজ গিয়েছিলেন। তার কাছে আমার স্বামী সবকিছু খুলে বলেছেন। তিনি বলেছেন, ঠিক আছে তুমি যদি এমনটা করতে চাও, তাহলে করতে পারো। জেলখানা থেকেও অনুমতি নেয়ার কথা জানান তিনি।’

আরো পড়ুন  কোটা নিয়ে বিতর্ক থামছে না কেন?

রিমা বিশ্বাস আরও বলেন, ‘আমার স্বামী এ মামলায় জড়িত না – সেটাই চিঠিতে উল্লেখ করেছেন। তিনি এতে জড়িত না বলেই তিনদিনে প্রমাণ করতে চেয়েছেন। তিনি অন্যায় করলেতো তিনদিনে সেটা প্রমাণ করতে চাইতেন না।’

কারাগারে মৃত্যুযন্ত্রণায় ভোগা স্বামীর এমন মানবিক আবেদন গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে রিমা বিশ্বাস বলেন, ‘আমার স্বামী যদি কিছু করতো, তাহলে মনেরে বুঝ দিতাম, অন্যায় করেছে তাই শাস্তি পাচ্ছে। কিন্তু তিনি নির্দোষ – এটাই দুঃখ।’

আরো পড়ুন  ‘দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই’

এ বিষয়ে ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক বলেন, ‘একান্তই যদি মানবিক কিছু থাকে, তাহলে সেটা প্রধান বিচারপতির কাছে দিয়ে দেন। তিনি যদি বিশেষভাবে কোনো বেঞ্চকে মামলা ফিক্স করে দেন, সেখানে যদি হেয়ারিং হয় এবং উনি যদি কোনো আইনজীবীকে অনুমতি দেন, তাহলে মামলা পর্যালোচনা করা যেতে পারে। হেয়ারিংয়ের পর বোঝা যাবে, যে আইন এবং ঘটনা — এ দুটোর মধ্যে যে সম্পৃক্ততা আছে সেটার মাধ্যমে তিনি আদৌ খালাস পাবেন কি পাবেন না!’

জেলখানা থেকে পাঠানো চিঠিতে কারাগারের সিল রয়েছে। যদিও চিঠির সত্যতা নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ। মাদক মামলায় ২০২১ সালের ৭ অক্টোবর মৃত্যুদণ্ড হয় বিকাশ চন্দ্র বিশ্বাসের।

সর্বশেষ সংবাদ