যে ভেন্যুতে ইন্টারভিউর আয়োজন করা হয়েছিল সেখানে এত মানুষের সমাগমের কারণে ভিড় ও চাপাচাপির সৃষ্টি হয়। ভেন্যুতে ঢুকতে চাওয়া প্রার্থীদের চাপে একটি রেলিংও ভেঙে পড়ে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনায় নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপির দিকে আঙুল তুলেছে। তারা বলেছে, বিজেপি গুজরাটকে মডেল হিসেবে আখ্যা দিয়ে আসছে। অথচ সেখানেই বেকার মানুষের সংখ্যা এত বেশি।
তবে বিজেপির এক নেতা এজন্য নিয়োগকারী বেসরকারি প্রতিষ্ঠানটিকে দায়ী করেছে।