31 C
Dhaka
Wednesday, October 30, 2024

‘আমি কে তুমি কে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বললে কনসিডার করতাম: আইনমন্ত্রী (ভিডিও)

সর্বোচ্চ আদালতকে সরকার পাশকাটাবে না। সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার, তারপর সরকার সিদ্ধান্ত নিবে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে প্রেসক্লাবে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরও বলেন, যারা আন্দোলন করছেন তারা যদি বলতেন, ‘আমি কে তুমি কে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ তাহলে আমরা কনসিডার করতাম। বাংলাদেশের বীর মুক্তিযুদ্ধাদের কেউ কটাক্ষ করতে পারবে না, মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ অসম্মান করতে পারবে না।

আরো পড়ুন  ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি বাতিলের দাবিতে আইনি নোটিশ

আইনমন্ত্রী বলেন, ‌‘কোটা রাখা না রাখা নিয়ে একটা প্রশ্ন সামনে এসেছে যে, এটা তো সরকারের ব্যাপার, আদালতের ব্যাপার না। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবো। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করবো এবং বাস্তবায়ন করবো। যতই আন্দোলন হোক সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না, কিছু করবোও না।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, বিষয়টি (কোটা সংস্কার) যেহেতু আদালতে গেছে এবং সেটা এখনো বিচারাধীন। সরকার এমন মুহূর্তে কী করতে পারে? হ্যাঁ, অপেক্ষা করতে পারে যে, আদালত থেকে কী পরামর্শ বা রায় আসে, সেটার জানার জন্যই অপেক্ষা। সেটাই আমরা এখন করছি।’

আরো পড়ুন  অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু, জানা গেল কারণ

আনিসুল হক বলেন, ‘আমার মনে হয়, একটা বিষয় পরিষ্কার করা উচিত। সেটা হলো— যৌক্তিক কথা জননেত্রী শেখ হাসিনার সরকার অবশ্যই শুনবে। জনগণের জন্য যেটা ভালো হয়, সেটা শেখ হাসিনার সরকার অবশ্যই করবে।’

সর্বশেষ সংবাদ