35.3 C
Dhaka
Wednesday, September 11, 2024

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের তিন দৈনিক পত্রিকা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি দৈনিক পত্রিকা।

শুক্রবার (০৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে পাড়ি জমান। এরপরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজের অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা।

আরো পড়ুন  সেপটিক ট্যাঙ্কে মিলল আনারের দেহের ‍অংশ

কেন্দ্রীয় শহিদ মিনারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা
অন্তর্বর্তী সরকারে উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেলেন
এছাড়া মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে হামলা চালানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। এর বাইরেও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা,ভাঙচুর ও আগুন দেয়া হয়।

আরো পড়ুন  ‘প্রযুক্তিজ্ঞান ছাড়া দেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না’
সর্বশেষ সংবাদ