29 C
Dhaka
Wednesday, September 11, 2024

শপথ নিলেন আরও দুই উপদেষ্টা

শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম দেশের বাহিরে থাকায় আজ শপথ নিতে পারেননি।

এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

আরো পড়ুন  ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার, কে এই সোহাগ?

প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সঙ্গে রয়েছেন আরও ১৬ জন।

তবে ঢাকার বাইরে থাকায় ওইদিন তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে দুজন আজ শপথ নিলেন।

সর্বশেষ সংবাদ