গত ০৪ জানুয়ারী ২০২৪তারিখ অনুমানিক ২১ঃ২০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন( ৫০ বিজিবি) এর অধীনস্থ কান্তি ভিটা বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৮ /২- আর হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বঙ্গভিটা নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে।
এ সময় টহল দল উক্ত স্থান দিয়ে ভারতের দিক হতে ০২ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আস্তে দেখে সন্দেহজনকভাবে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিদ্বয় ঘটনা স্থলে একটি ব্যাগ ফেলে রেখে অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত বাংলাদেশের দিকে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে একটি প্লাস্টিকের তৈরি ব্যাগের
ভিতরে রক্ষিত মালিকবিহীন অবস্থায় ভারতীয় একটি পিস্তল এবং একটি পাইপগান উদ্ধার করতে সক্ষম হয়।
আটকৃত পিস্তল এবং পাইপগান সাধারণ ডায়েরি মূলে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি)
[sc name=”eb” ][/sc]