27 C
Dhaka
Tuesday, September 17, 2024

পুরোনো ছবি দিয়ে আ.লীগের পোস্ট, অতঃপর…

পুরাতন ছবি দিয়ে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এ নিহত তার পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানিয়েছে সদ্য ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ। আর এতেই দলটিকে ধুয়ে দিয়েছে নেটিজেনরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে ‌‘ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এ নিহত তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত’ এমন ক্যাপশনে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে ৫টি ছবি সংযুক্ত একটি পোস্ট করা হয়। সেই পোস্টের একটি ছবিতে গত বছরের (২০২৩) তারিখ দেখা যায়।

আরো পড়ুন  কে এই ফারজানা সিথি, জানা গেল অজানা তথ্য

দলটির ভেরিফায়েড পেজে পোস্ট করা ছবির একটিতে ১৫-৮-২০২৩ তারিখ লেখা রয়েছে। এতে অনেককেই নেতিবাচক কমেন্ট করতে দেখা যায়।

একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‌‘অবাক লাগে আওয়ামী লীগের মতো একটা দলের অফিসিয়াল পেজ এরকম একজন অনভিজ্ঞ এডমিন নিয়ন্ত্রণ করে। যে গুজব ছড়াতে গেলেও ধরা খেয়ে যেতে হয়।’

আরেকজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, ‘আওয়ামী লীগ কেমন দেউলিয়া হলে তাদের ভেরিফায়েড পেজে ২৩ সালের ছবি ২৪ সালের বলে চালিয়ে দেয়। গুজবের একটা লিমিট থাকা দরকার।’

আরো পড়ুন  টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত যত টাকা উঠল

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ