চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ১৫ কোটি মূল্যের তিন কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জীবননগর ফুল মার্কেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোল্লা ওবায়েদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যশোর-মহেষপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসের লাগেজ বক্সের ভেতর মাদকের একটি বড় চালান নিয়ে যশোর হতে দর্শনা গমন করবে। এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল দুইভাগে বিভক্ত হয়ে জীবননগর ফুলের মার্কেটের সামনে মহেশপুর-জীবননগর সড়কের ওপর পৃথক পৃথক স্থানে ওঁৎ পেতে অপেক্ষায় থাকে।
প্রাপ্ত তথ্যের বর্ণনা মোতাবেক টহল দলের ১ম অংশের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়ীটি অতিক্রম করলে তারা টহল দলের ২য় অংশকে তৎক্ষণিক অবগত করে। যাত্রীবাহী বাস জীবননগর ফুলের মার্কেটের সামনে আসা মাত্রই বিজিবি টহল দল পূর্ব প্রস্ততিসহ বিশেষ উপায়ে বাসের গতিরোধ করে বাসটিতে তল্লাশি চালায়। এরপর ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ স্কচটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের একটি কার্টুন মালিকবিহীন অবস্থায় জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে। জব্দকৃত কার্টুনটি খুলে তার ভেতর থেকে ৩ কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা বিজিবি টহল দলের সড়কে অবস্থান নেয়ার বিষয়টি টের পেয়ে আগেই আত্মগোপনে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।