23 C
Dhaka
Thursday, November 21, 2024

হাতির ভয়ে প্রাণ বাঁচাতে একসঙ্গে ঘুমিয়ে সাপের কামড়ে মারা গেল তিন শিশু

হাতির হামলার ভয়ে তিন শিশু একসঙ্গে ঘুমিয়ে ছিল। কিন্তু তারা আর বাঁচল না। সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে। ভারতের ঝাড়খন্ডের গাড়োয়া জেলায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গাড়োয়া জেলার চায়না থানার চিপকালি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাতির হামলার ভয়ে পরিবারের ৮ থেকে ১০ জন শিশু ঘরের মেঝেতে একসঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় ঘরের মধ্যে একটি সাপ ঢুকে তিন জনকে কামড় দিলে তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন  রোবট কুকুরের পিঠে রাইফেল, সামরিক মহড়া চীনের

পুলিশ আরও জানায়, সাপে কাটার পর রাত ১টার দিকে পরিবারের লোকজন ওই তিন শিশুকে একজন ওঝার কাছে নিয়ে গেছে দুই শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে বেঁচে থাকা শিশুকে একজন ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকেও বাঁচানো সম্ভব হয়নি।

নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন ড. ইউনূস
চায়না পুলিশ স্টেশনের ইনচার্জ নিরাজ কুমার বলেন, সাপের কামড়ে নিহত ওই তিন শিশু হলো- পান্নালাল কোরা (১৫), কাঞ্চন কুমারি (৮) ও বেবি কুমারি (৯)।

আরো পড়ুন  মাঝআকাশে ধরা পড়ে ভয়ংকর দৃশ্য, পাল্টে যাচ্ছে আবহাওয়া

স্থানীয়রা জানিয়েছে, তারাও হাতির হামলার ভয়ে স্কুল ভবনের ছাদে দল বেধে ঘুমাচ্ছে।

সর্বশেষ সংবাদ