24 C
Dhaka
Thursday, November 21, 2024

সম্প্রীতির বাংলাদেশে সবাই সমান : ব্যারিস্টার রাগীব চৌধুরী 

সংসদীয় আসনের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, সবাই সমান।

শুক্রবার (১১ অক্টোবর) কালবেলাকে রাগীব চৌধুরী এসব কথা বলেন। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রয়াত নেতা আব্দুর রউফ চৌধুরীর সন্তান।

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে উদাহরণ সৃষ্টিকারী সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই। সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। সৌহার্দ্য আর সম্প্রীতির এই বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার। এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতিসহ সকল মতাদর্শের জনগণ সমান সুবিধা ও সমঅধিকার ভোগ করে। আমরা কেউ কারোর প্রতিপক্ষ নই, সবাই সবার বন্ধু।

আরো পড়ুন  বিরোধী রাজনীতিতে নতুন মেরূকরণ! এক মঞ্চে আসছে বিএনপি-জামায়াত

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার্থে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। আমরাও সেই মতাদর্শে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হিংসা-বিদ্বেষ নয়, কারো ওপরে প্রতিশোধপরায়ণ না হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিগত ছাত্র-জনতার আন্দোলনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

আরো পড়ুন  গুমের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করলেন সালাহউদ্দিন

তিনি আরও বলেন, মিরপুর- ভেড়ামারার প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে মুসলিমদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রতিটি উৎসব-পার্বণে তারা একত্রে আনন্দ ভাগাভাগি করে নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা অত্যন্ত চমৎকার রয়েছে। অত্যন্ত উৎসাহ আর আনন্দের মধ্যদিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পূজা উদযাপন কমিটি তথা মন্দির কমিটির সঙ্গে সমন্বয় সাধন করে তাদের সঙ্গে উৎসব ভাগাভাগি করে নিচ্ছে। আমি মিরপুর-ভেড়ামারার সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই।

আরো পড়ুন  আ.লীগকে পুনর্বাসন করার অপচেষ্টা চলছে : আমিনুল হক 

সর্বশেষ সংবাদ