20 C
Dhaka
Sunday, November 24, 2024

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাঁদুরগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাঁদুরগাছা এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ওরফে হাসিব (১৯), নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া (২৭), কুদ্দুস মুন্সির ছেলে মো. ফাহাদ (১৯) এবং রিপন হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম (১৯)।

আরো পড়ুন  দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১৩৫ পিস ইয়াবা বড়ি, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫ হাজার ৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল ফোন এবং ১টি ক্যামেরা।

আটকের বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাঁদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে মাদক, ধারালো অস্ত্র, নগদ অর্থ, চোরাই মোবাইল ফোন ও ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরো পড়ুন  হিজাব পরায় আবারও শিক্ষককে হেনস্থার অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

সর্বশেষ সংবাদ