টাঙ্গাইলে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আইয়ুব আলী (৪৭) সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার মৃত নছিম মিয়ার ছেলে।
নিহত বিভিন্ন স্থানে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করত বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়।
পুলিশ জানায়, রোববার সকালে নতুন বাসস্ট্যান্ডে এলাকার মাইক্রোবাস্ট্যান্ডের পেছনের পরিত্যক্ত ঘর থেকে গলায় কাপড় পেঁচানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। রাতে কোনো এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
নিহতের ছেলে অনিক মিয়া বলেন, আমার বাবা গতকাল শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে আমার বাবার লাশ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে আসি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, নিহতের মুখে আঙুলের ছাপ ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।