27 C
Dhaka
Wednesday, October 23, 2024

বরিশালের সাবেক তিন এমপিসহ বিএনপির ১২৫ নেতাকর্মী খালাস

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সাবেক তিন সংসদ সদস্যসহ বিএনপির ১২৫ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন প্রথম আদালতে ভারপ্রাপ্ত বিচারক আল ফয়সাল মামলাটি খালাসের আদেশ দেন।

খালাসপ্রাপ্ত তিন এমপি হলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।

আরো পড়ুন  সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

এ ছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ১২৫ জন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ইমন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর সুরভী পেট্রল পাম্পের সামনে নাশকতার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে দায়েরকৃত এ মামলটি দীর্ঘদিন সাক্ষীপর্যায়ে ছিল। অবশেষে রাষ্ট্রপক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক মামলাটি খালাস করে দিয়েছেন।

আরো পড়ুন  মসজিদে আশ্রয় নেওয়া যুবককে কুপিয়ে হত্যা

সর্বশেষ সংবাদ