23 C
Dhaka
Thursday, November 21, 2024

কৃষককে এক ঘরে করল মসজিদ কমিটি

নোয়াখালীর সুবর্ণচরে চর আকরাম উদ্দিন গ্রামের এক কৃষককে এক ঘরে করে দিয়েছেন মসজিদ কমিটির সদস্যরা। ভুক্তভোগী কৃষকের নাম মো. মহিম উদ্দিন।

কৃষক মহিম উদ্দিন বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ চেওয়া হচ্ছে। আমি গরিব মানুষ, কোনোমতে সরকারি জায়গায় একটি ঘর দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে থাকি।

আরো পড়ুন  সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

এ বিষয়ে জানতে চর আকরাম উদ্দিন হাজি আব্দুর রশিদ জামে মসজিদের সভাপতি কামাল উদ্দিনকে কয়েকবার তার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

মসজিদের সেক্রেটারি কামাল উদ্দিন বলেন, মহিম ইয়াবা এবং গাঁজা বিক্রি করে এলাকার যুবসমাজকে নষ্ট করে দিচ্ছে। এজন্য তাকে সমাজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

মসজিদের ক্যাশিয়ার আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম।

আরো পড়ুন  ১০ লাখ টাকা বাকি খেয়ে লাপাত্তা রাবি ছাত্রলীগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, মহিম উদ্দিন যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে তাহলে পুলিশ আছে প্রশাসন আছে তারা ব্যবস্থা নেবে। বহিষ্কার করা কোনো সমাধান নয়। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। তাই বলে সমাজ থেকে বহিষ্কার এবং এক ঘরে করে দেওয়া আইনের লঙ্ঘন। যারা এ ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন  কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার

সর্বশেষ সংবাদ