কুড়িগ্রামের চিলমারীতে গত ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। হঠাৎ কুকুরের আক্রমণে উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া সাবরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) দুপুর থেকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার কয়েকটি এলাকায় একটি কুকুরের আক্রমণের শিকার হন আহতরা। প্রাথমিকভাবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী উপজেলার জুমাপাড়া এলাকার জিয়াউর রহমান জিয়া বলেন, সন্ধ্যার পর বালাবাড়িহাট এলাকার দিক থেকে আসা একটি পাগলা কুকুর চলতি পথে যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমাইয়া সাবরিন কালবেলাকে বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে কুকুড়ের কামড়ের শিকার বিভিন্ন বয়সের ৪০ জন রোগী হাসপাতালে এসেছিল। পর্যাপ্ত প্রতিষেধক (ভ্যাকসিন) না থাকায় আমরা ২৩ জনকে ভ্যাকসিন দিতে পেরেছি। বাকিদের প্রথম ডোজ বাইরে থেকে নিতে বলা হয়েছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন কালবেলাকে বলেন, আক্রমণ করা কুকুরটি ধরতে ফায়ার সার্ভিসের দায়িত্বশীলদের জানানো হয়েছে। কেউ কুকুরটির খোঁজ পাওয়া মাত্র আমাদের জানানোর অনুরোধ থাকলে।