27 C
Dhaka
Thursday, November 14, 2024

আবু সাইদ জীবন দিয়ে ঘুমন্ত দেশকে জাগিয়ে গেছেন: শিমুল বিশ্বাস

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘আবু সাইদ তার জীবন দিয়ে ঘুমন্ত বাংলাদেশকে জাগিয়ে দিয়ে গেছেন। মানুষের মাঝে ত্যাগ ও দেশাত্মবোধ জাগিয়েছেন। সেই জাগরণ যেন কোনো লুটেরাদের হাতে, ভোগবাদীদের হাতে না যায়। এই অর্জন যেন কোনো হিংসা বিদ্বেষের চোরাবালিতে আটকে না পড়ে। এই পরিবর্তন যেন সত্যিকারে অর্থে একটা কল্যাণমুখী হয়। সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন  ১৪ লাখ টাকা দিয়েও পুলিশে চাকরি হয়নি, এসপির কাছে অভিযোগ

শিমুল বিশ্বাস বলেন, ’৫ আগস্টের পর বাংলাদেশে একটা নতুন দিনের আলো এসেছে। বাংলাদেশে একটা পরিবর্তনের সম্ভাবনা এসেছে। মানুষের মধ্যে দেশাত্মবোধ জেগে উঠেছে। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র। এবারেরও লড়াই ছিল বৈষম্যহীন লড়াই। ২২ পরিবারের জায়গায় ২২ হাজার কোটিপতির জন্ম এই সমাজে আমাদের রোধ করতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সমাজে সাম্য আনতেই হবে। সাম্য আনাটাই হচ্ছে ন্যায় বিচার।’

আরো পড়ুন  বই খুলে রেখে এইচএসসি পরীক্ষা, ভিডিও ভাইরাল

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, সাংবাদিক রাজিউর রহমান রুমি, আবু হাসনা মোহাম্মদ আয়ুব, সুশীল তরফদার, জহুরুল ইসলাম, কাজী বাবলা, এমজি বিপ্লব চৌধুরী, রফিকুল ইসলাম সুইট, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়।

আরো পড়ুন  বাগেরহাটে বজ্রাঘাতে প্রাণ গেল ২ জনের, আহত ৬

সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।

সর্বশেষ সংবাদ