22 C
Dhaka
Friday, November 22, 2024

চার কলেজে শিক্ষার্থী ৮, পাস করেননি কেউ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৫টি কলেজ থেকে ৭৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চারটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮ শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেননি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

আরো পড়ুন  ১১ সন্তানের বাবা ভাত না পেয়ে আদালতে মামলা

জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছার বাবর রাবেয়া নগর কলেজের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের কেউ পাস করেননি। ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন ও মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন।

এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অবস্থিত মজিবুর রহমান কলেজেও একই চিত্র দেখা গেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে একজন এবং মানবিক বিভাগে দুজন শিক্ষার্থী অংশ নিয়েছিল, তবে কেউ পাস করতে পারেননি।

আরো পড়ুন  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে নির্দেশনা

এ দিকে শেরপুর জেলার শহীদ আবদুর রশিদ কমার্স কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করতে পারেননি। আর নেত্রকোনা জেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের দুজন পরীক্ষার্থী অংশ নিয়েও পাস করতে পারেননি।

ময়মনসিংহ বোর্ডে এ বছর পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বোর্ডের অধীনে ৪টি জেলায় পাসের হার জামালপুর ৬৫ দশমিক ৭৪, ময়মনসিংহ ৯৩ দশমিক ৪৩, নেত্রকোনা ৬২ দশমিক ৯০ এবং শেরপুর ৫৮ দশমিক ১ শতাংশ।

আরো পড়ুন  সাবেক কর কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ সংবাদ