19 C
Dhaka
Monday, January 13, 2025

ট্রাফিক আইন লঙ্ঘনে ২০ লাখ টাকার বেশি জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

আরো পড়ুন  আজ থেকে সরকারি দামে ডিম বিক্রি শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে এ ছাড়াও ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ