কালবেলা সাফল্যের দ্বিতীয় বর্ষ পূর্তিতে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফ) মো. বডিউজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল উল আলম স্বপন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মো. মহিউদ্দিন, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবীর ও শহর যুবদল যুগ্ম আহ্বায়ক বুরজাহান নুরজাহান, শহর শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দীন প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কালবেলা জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর ও গজারিয়া উপজেলা প্রতিনিধি সাইদ।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন জুয়েল, প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ প্রেস সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দিপু, সহ সভাপতি গোলজার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রমুখ।
কালবেলার দুই বছরের সাফল্যের নানান দিক তুলে ধরে বক্তারা বলেন, ‘ক্ষমতা দম্ভের’ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে,গণমানুষের কথা তুলে ধরে ‘কালবেলা’ পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে । কালবেলা মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আরও বেশি তুলে ধরে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে প্রত্যাশা জানান বক্তারা।