20 C
Dhaka
Saturday, January 18, 2025

জামালপুরে মাহিন্দ্রচাপায় সাংবাদিক নিহত | কালবেলা

জামালপুরের মাহিন্দ্রচাপায় কুরবান আলী নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার খাঁনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক কুরবান আলী (৬২) মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের (কাদু) মেম্বারের ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন।

আরো পড়ুন  দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কষ্টে নিজেকে শেষ করলেন যুবক, কী ঘটেছিল হৃদয়ের সঙ্গে

স্থানীয়রা জানান, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ি মোড়ে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি বালুবাহী মাহিন্দ্র গাড়ি সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী কালবেলাকে বলেন, মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।

আরো পড়ুন  হাট থেকে ছুটে রেলসেতুতে গরু, যে সিদ্ধান্ত নিলো চলন্ত ট্রেনের চালক

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমি আক্তার বলেন, সাংবাদিক কুরবান আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহিন্দ্রচাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ