16 C
Dhaka
Sunday, January 12, 2025

দুই ঈদে ও দুর্গাপূজায় ছুটি বাড়ানোর প্রস্তাব

পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর ও দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানোর প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই ঈদে ৩ দিনের সরকারি ছুটি বাড়িয়ে ৫ দিন ও দুর্গাপূজায় এক দিনের সরকারি ছুটি বাড়িয়ে দুই দিন করার সুপারিশ করা হয়েছে।

আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোর এ প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্রগুলো।

আরো পড়ুন  সোমবার সাংবাদিক দিল মনোয়ারা মনুর ৫ম মৃত্যুবার্ষিকী

সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে এটি গৃহীত হবে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল।

আরো পড়ুন  বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ