30 C
Dhaka
Friday, October 18, 2024

আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি দেখতে ঢাবিতে প্রধান উপদেষ্টা 

অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র আন্দোলন ঘিরে আঁকা দেয়াল লিখন ও গ্রাফিতি ঘুরে দেখেছেন।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ঘুরে ঘুরে তিনি এসব গ্রাফিতি আগ্রহের সঙ্গে দেখেন।

এ-সংক্রান্ত কিছু ছবি পোস্ট করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন, জুলাই-আগস্টের ছাত্র-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

আরো পড়ুন  পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় এলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, অন্তর্বতী সরকারের তিন উপদেষ্টা – আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ