জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশে আগামী ১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর ১৫ দিনব্যাপী ট্রাফিক সেবা পক্ষ উদযাপন করা হবে। ট্রাফিক সেবা পক্ষ উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএমপি উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, আগামী ১৯ অক্টোবর শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স এ শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।
সেবা পক্ষ উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট, স্টিকার ও পোস্টার বিতরণ করবে।
এ ছাড়া ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা প্রদান, সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানসমূহে ব্যানার স্থাপন, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণ, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও বাংলাদেশ স্কাউট সদস্যদের অংশগ্রহণে জনসচেতনতা মূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ট্রাফিক সেবা পক্ষ সুন্দর ও সফল ভাবে আয়োজনের জন্য সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছে ডিএমপি।