29 C
Dhaka
Friday, October 18, 2024

অতিরিক্ত নেতাকর্মীর চাপে ভেঙে পড়ল বিএনপির মঞ্চ

সিরাজগঞ্জে বিএনপির সম্প্রীতির সমাবেশের মঞ্চ ভেঙে সাবেক সংসদ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে সম্প্রীতির সমাবেশ চলাকালে মঞ্চটি ভেঙে পড়ে।

দুই বছর পর সিরাজগঞ্জের মাটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রত্যাবর্তন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরো পড়ুন  মার্কিন নাগরিকের ভাড়া করা ফ্ল্যাটে ওঠেন এমপি আনার

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টায় সম্প্রীতির সমাবেশটি শুরু হয়। সমাবেশের প্রধান অতিথি মঞ্চে আসার আগেই ধারণ ক্ষমতার চারগুণ নেতাকর্মী অবস্থান নেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বারবার অতিরিক্ত লোকদের মঞ্চ ত্যাগ করার জন্য মাইকে সতর্ক করেন। অন্যান্য নেতারাও সতর্ক করেন। তারপরও মঞ্চ থেকে নেতাকর্মীরা সরে না গিয়ে ভিডিও ও সেলফি তুলতে ব্যস্ত হয়।

আরো পড়ুন  প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে বিশেষ অতিথি বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম বক্তব্যকালে মঞ্চটি ভেঙে পড়ে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য অ্যাড. শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরসহ অন্তত ২০ জন আহত হন।

সর্বশেষ সংবাদ