31 C
Dhaka
Saturday, October 19, 2024

নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১৪

নরসিংদীতে জেলা ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের নিচতলায় প্রথম দফায় এবং রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর হাসপাতলে আরেক দফায় সংঘর্ষ হয়।

আহতরা হলেন, পৌর শহরের বাসাইল এলাকার মানিক মিয়ার ছেলে মিনহাজুর রহমান, দাসপাড়ার ডালিম মিয়ার ছেলে রিপন (২২), সদরের আলোকবালি এলাকার ফুরকান মিয়ার ছেলে (২৫), চিনিশপুরের ছানা উল্লাহর ছেলে তৌফিক (২৭), ব্রাহ্মন্দী এলাকার জাকিরের ছেলে জাহিদ হোসেন জাপ্পি (২৮), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৭), সংগীতার নাসিরুদ্দিনের ছেলে জীবন (২০), নজরুল ইসলামের জাহিদ বিন রাফি (২২), আবুল কাশেমের ছেলে অয়ন, বাবুল মিয়ার ছেলে শিমুল (২৮), দাসপাড়ার দানিশ মিয়ার ছেলে শিপন (২৫), সাহেপ্রতাপের খোরশেদের ছেলে সানভির আলম নিবিড় (২৫)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন  মাংস কাটার সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, অতঃপর...

আহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, বিকেলে নরসিংদীর চিনিশপুরের বিএনপির দলীয় কার্যালয়ের নিচতলায় বসে থাকা নিয়ে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জাপ্পি ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ গ্রুপের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি শুরু হয়। এ সময় অন্তত ১৪ জন আহত হয়।

পরে আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় আক্রমণ করে। এ সময় আহতদের মধ্য থেকে আরও তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

আরো পড়ুন  সন্তানকে হত্যার পর বিষপান, বাবার পর মারা গেলেন মা

নরসিংদী সদর মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) ইউসুফ বলেন, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ সংবাদ