28 C
Dhaka
Friday, November 22, 2024

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যানাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরো পড়ুন  স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। অবশেষে নিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে উপাচার্য নিয়োগে সিভাসু শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে।

সর্বশেষ সংবাদ