26 C
Dhaka
Friday, October 18, 2024

ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা সোহেল গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মাহফুজ আলম সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজস্টেশন এলাকা থেকে সোনাতলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সোহেল (৪৫) দিগদাইড় ইউনিয়নর শিহিপুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আরো পড়ুন  কক্সবাজারে ১৩ দিন পর অধ্যক্ষের গলিত মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার ওসি মো. মিলাদুন নবী কালবেলাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাব্বির হত্যার ঘটনায় গত ১৫ আগস্ট তার বাবা শাহীন আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মাহফুজ আলম সোহেল ছিলেন এ মামলার এজাহার নামীয় আসামি। ১৮ অক্টোবর পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেয় সুখানপুকুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র সাব্বির। মিছিল শেষে বাড়ি ফেরার পথে সোনাতলার শিহিপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন  প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

সর্বশেষ সংবাদ