19 C
Dhaka
Thursday, December 5, 2024

নিউক্লিয়াস পার্টিতে নতুন দুই মুখ

দেশ ও জাতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে গত আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গঠিত হয় নতুন রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)। এ দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদকের পর এবার এর কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত হয়েছেন মুহাম্মদ ইয়াসিন এবং চৌধুরী রহমান জামান।

রবিবার (১৯ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, সূক্ষ্ম পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ‘মুহাম্মদ ইয়াসিন’ এবং ‘চৌধুরী রহমান জামান’-কে কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মুহাম্মদ ইয়াসিন এবং চৌধুরী রহমান জামান কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত হওয়ায় বর্তমানে কেন্দ্রীয় নিউক্লিয়াসে সদস্য সংখ্যা পাঁচজন। যেহেতু এই মুহূর্তে দক্ষ, বিচক্ষণ, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে খুঁজে পাওয়া যায়নি তাই মুহাম্মদ ইয়াসিন কেন্দ্রীয় নিউক্লিয়াসের শিক্ষা ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালনের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আন্তর্জাতিক, সমাজসেবা, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন  হল ত্যাগে বাধ্য করতে ছাত্রলীগের হামলা

চৌধুরী রহমান জামান কেন্দ্রীয় নিউক্লিয়াসের আইটি ও অপরাধ নিয়ন্ত্রণ সম্পাদকের দায়িত্ব পালনের সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক এর দায়িত্ব পালন করবেন। কিন্তু এই মুহূর্তে চৌধুরী রহমান জামান চট্টগ্রাম বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকায়; তিনি ওই দায়িত্ব সম্পাদন করে কেন্দ্রীয় নিউক্লিয়াসের দায়িত্ব গ্রহণ করবেন। অর্থাৎ চৌধুরী রহমান জামান চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব যথাযথভাবে পালন করে কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ করবেন।

আরো পড়ুন  উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে সৎ, ন্যায়পরায়ণ, বিচক্ষণ ও দক্ষতা সম্পন্ন নেতা তৈরি হলে কেন্দ্রীয় নিউক্লিয়াসে যুক্ত করা হবে। যেহেতু কেন্দ্রীয় নিউক্লিয়াস ‘নিউক্লিয়াস পার্টি’র সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা। তাই এই সংস্থার প্রত্যেক সদস্যকে অবশ্যই বিচক্ষণ, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ হতে হয়।

কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে নিউক্লিয়াস লিডার তার দক্ষতা ও বিচক্ষণতা প্রমাণ করে কেন্দ্রীয় নিউক্লিয়াসে প্রবেশ করার অনুমতি পায়। সুতরাং যে সব নিউক্লিয়াস লিডার কেন্দ্রীয় কমিটিতে থাকার জন্য পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে আবেদন করেছেন; তাদের আবেদন ও কার্যকলাপ অত্যন্ত সূক্ষ্ম ও বিচক্ষণতার সঙ্গে পর্যালোচনা করা হয়েছে কিন্তু এই মুহূর্তে ২ জন ব্যতীত প্রত্যেকেই কেন্দ্রীয় নিউক্লিয়াসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। দ্রুত কেন্দ্রীয় নিউক্লিয়াস পিউরিফায়িং সিস্টেমের মাধ্যমে সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে কেন্দ্রীয় নিউক্লিয়াসে অন্তর্ভুক্ত করবে। আপনি বা আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, কেন্দ্রীয় নিউক্লিয়াসে একমাত্র সৎ, ন্যায়পরায়ণ, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়।

আরো পড়ুন  গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

সর্বশেষ সংবাদ