17 C
Dhaka
Tuesday, December 10, 2024

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার (১৯ অক্টোবর) রাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত স্বাধীন দ্বীপরাষ্ট্র সামোয়াতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন তৌহিদ হোসেন।

আরো পড়ুন  জনগণের উদ্দেশে যে বার্তা দিলো সেনাবাহিনী

সামোয়াতে অনুষ্ঠেয় আসন্ন কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে অংশ নেবেন না।

জানা গেছে, আগামী ২১ থেকে ২৬ অক্টোবর সামোয়ার অপিয়াতে সিএইচওজিএম ২০২৪ অনুষ্ঠিত হবে। প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল ছোট দ্বীপ রাষ্ট্রটিতে প্রথমবারের মতো কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরো পড়ুন  শেখ হাসিনা ফিরবেন ফাঁসিতে ঝুলতে : উপদেষ্টা নাহিদ

সিএইচওজিএম আফ্রিকা, ক্যারিবিয়ান ও আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় ৫৬টি দেশ থেকে নেতা এবং প্রতিনিধিদের একত্রিত করে।

শীর্ষ সম্মেলনের লক্ষ্য বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করা, নতুন সুযোগ অন্বেষণ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা।

সর্বশেষ সংবাদ