24 C
Dhaka
Monday, December 9, 2024

১০ জেলায় ওলামা দলের কমিটি বিলুপ্ত 

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম বিভাগের দশ জেলা ও মহানগর এবং মহানগরের অধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন  আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে : নাসীরুদ্দীন

বিলুপ্তকৃত সাংগঠনিক জেলা ইউনিটগুলো হলো- চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার জেলা, খাগড়াছড়ি জেলা, রাঙ্গামাটি জেলা, বান্দরবান জেলা, নোয়াখালী জেলা, ফেনী জেলা ও লক্ষ্মীপুর জেলা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অচিরেই বিলুপ্তকৃত জেলা ও থানাসমূহের নতুন কমিটি ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ