19 C
Dhaka
Thursday, December 5, 2024

বংশাল ও হাতিরঝিল থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল ও হাতিরঝিল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এই পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন  শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজুকে হাতিরঝিল থানার ওসি এবং লজিস্টিকস বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে বংশাল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে বংশাল থানার ওসি আতিকুর রহমানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ