18 C
Dhaka
Tuesday, December 10, 2024

চাকরির খোঁজে সিলেটে ঘুরছিল এক রোহিঙ্গা, অতঃপর…

চাকরির খোঁজে সিলেটে ঘুরছিল এক রোহিঙ্গা। পরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। রোববার (২০ অক্টোবর) আটক ব্যক্তিকে সিলেট থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

আটক ওই রোহিঙ্গার নাম মো. আনিসুর রহমান (৪৮)। তিনি মায়ানমারের মাউংডো জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।

বিজিবি জানায়, শনিবার (১৯ অক্টোবর) রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিজিবি ক্যাম্পের পাশের ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন মো. আনিসুর রহমানকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। ৭ বছর আগে মায়ানমার থেকে তিনি কক্সবাজারে অনুপ্রবেশ করেন। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। ভালো চাকরির সন্ধানে তিনি সম্প্রতি সিলেট আসেন। পরে বিজিবি আটক আনিসুর রহমানকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।

আরো পড়ুন  ‘কালবেলা সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে’

জৈন্তাপুর মডেল থানার ওসি কালবেলাকে জানান, আটক আনিসুরকে রোববার পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ