19 C
Dhaka
Thursday, December 5, 2024

হরিণের মাংসসহ দুই শিকারি আটক

সাতক্ষীরার শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২০ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

আটকরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরার মাহমুদ মল্লিকের ছেলে মো. মশিউর রহমান শামিম (৪৭) ও একই এলাকার মৃত মোহাম্মদ ওয়াজেদ আলী গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

আরো পড়ুন  দুই ডজন মামলার আসামি গলাকাটা শহিদ গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোর ৫টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

জব্দকৃত হরিণের মাংস, তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও আটককৃত হরিণ শিকারিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন  তওবা পড়ে মাদক ব্যবসা ছাড়লেন ওয়াদুদ

প্রসঙ্গত, পেশাদার হরিণ শিকারিরা রাতের গোপনে সুন্দরবনে ঢুকে হরিণের যাতায়াতের পথে নাইলনের দড়ির ফাঁদ পেতে রাখেন। চলাচলের সময় হরিণগুলো সেই ফাঁদে আটকে যায়। পরে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব হরিণের মাংস বিক্রি করা হয়।

সর্বশেষ সংবাদ